Lighting The Way Islam

Select Language

Monday, 4 April 2016

পরনিন্দাকারী ও চুগলখোর জান্নাতে যাবে না


মসজিদের ইমাম সাহেব কিংবা বিভিন্ন আলেম ওলামার কাছে মাঝে মাঝে শুনে থাকি গীবদকারী ও চুগলখোরদের শাস্তির কথা । আমরা প্রায় সকলেই জানি চুগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না । যে কাজের শাস্তি বিশ্বনবী মুহাম্মাদ (সা.) সরাসরি জাহান্নাম ঘোষণা করেছেন তার মধ্যে পরনিন্দা অন্যতম । অথচ, আমরা এই ব্যাপারটাকে তেমন গুরুত্বই দেয় না । যেমন হাদীসে বলা হয়েছে, ‘নিশ্চয়ই মানুষ কোন ভ্রুক্ষেপ না করে আল্লাহর অসন্তুষ্টপূর্ণ এমন কতক কথা বলে, যার পরিণাম জাহান্নাম যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রসারিত’ (বুখারী, মিশকাত – শিষ্টাচার অধ্যায়)। আসলে আমরা নামাজ, রোজা, হজ, দাড়ি, খাত্নাকেই ধর্ম বলে মানি । যত্নের সাথে তা করি । কিন্তু ইসলাম এমন জীবন ব্যবস্থা যা ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত সকল ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যাপারে নির্দেশ দিয়েছে । যা মানা মুসলিমদের জন্য আবশ্যকীয় ।

যাইহোক, পরনিন্দা সম্পর্কে আমরা সকলেই জানি । কারও অনুপস্থিতিতে তার সম্পর্কে কষ্টকর কিছু বলা, যদিও তা সত্য হয় অর্থাৎ তার মধ্যে তা থাকে সেটাকেই পরনিন্দা বলা হয় । আর যদি তার মধ্যে তা না থাকে এবং কেউ মিথ্যা বলে তাহলে সেটা হবে অপবাদ । যেমন নবীজী বলেছেন, ‘যখন তুমি তোমার কোন ভাইয়ের এমন দোষের কথা বলবে যা তার মধ্যে আছে, তবে তুমি তার গীবত (নিন্দা) করলে । আর যখন তুমি তার সম্পর্কে এমন কথা বলবে যা তার মধ্যে নেই তাহলে তার প্রতি অপবাদ দিলে’ (মুসলিম, মিশকাত/৪৮২৯) । আর চুগলখোরি হল একের কথা অন্যকে লাগানো । এই পরনিন্দা বা চুগলখোরি কত ভয়ানক তার প্রমান হল এই পাপের তওবা করে ক্ষমা হয় না । যার নিন্দা করা হয়েছে বা যার বিরুদ্ধে চুগলখোরি করা হয়েছে তার কাছেই ক্ষমা নিতে হয় । বড় পাপ দু’ভাগে বিভক্ত । এক, আল্লাহর সাথে সম্পৃক্ত যা তাওবা ব্যতীত ক্ষমা হয় না । দুই, মানুষের সাথে সম্পৃক্ত যা তাওবা করে ক্ষমা হয় না বরং মানুষের নিকট ক্ষমা নিতে হয়, আর গীবত এ পাপের অন্তর্ভুক্ত । (কে বড় ক্ষতিগ্রস্ত, আব্দুর রাযযাক; ১৩১ পৃষ্ঠা)

সমালোচনা বা পরনিন্দা কখনও সুখের কিছু বয়ে আনেনা । এটা শুধুই মানুষের মাঝে বিদ্বেষ সৃষ্টি করে আর ঝামেলা লাগায় । বেশিরভাগ ঝগড়া-ঝামেলার পেছনে এই দুটি জিনিসই থাকে । সুস্থ সমাজের পক্ষে নিন্দা আর চুগলি খুব ভয়ানক দুটি ক্যান্সার । তাই ডেল কার্নেগীও তার বই প্রতিপত্তি ও বন্ধুলাভে সমালোচনা বা পরনিন্দা নিয়ে অনেক কিছু লিখেছেন এবং উদাহরন সহ প্রমান করেছেন সমালোচনা করে কিছুই হাসিল হয় না । সমালোচনা শুধু ক্ষতিই বয়ে আনে । কথায় আছে, হাতের মার থেকে মুখের মার বেশি ক্ষত সৃষ্টি করে । আর সেই কারনেই পরনিন্দাকারী আর চুগলখোরের কথা মানুষ সহজে ভুলে যেতে পারে না ।

এ বিষয়ে কিছু আয়াত ও হাদীস উল্লেখ করলাম –

‘হে বিশ্বাসীগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক । নিশ্চয়ই কতক ধারণা গুনাহ । আর কারো গোপন দোষ অনুসন্ধান কর না এবং পশ্চাতে নিন্দা করো না । তোমাদের কেউ কি তার মৃত ভায়ের গোশত খাওয়া পছন্দ করে ? তোমরা একে ঘৃণাই কর’। [সুরা হুজুরাত/১২]



হুযায়ফা (রা.) বলেন, আমি রাসুল (সা.) –কে বলতে শুনেছি যে, পরনিন্দাকারী জান্নাতে যাবে না । অন্য বর্ণনায় বলা হয়েছে, চুগলখোর জান্নাতে যাবে না । (বুখারী, মুসলিম, মিশকাত/৪৮২৩)



‘তোমরা কি জানো! কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তা হল আল্লাহভীতি ও উত্তম চরিত্র । তোমরা কি জানো! মানুষকে কোন জিনিস সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? তা হল দুটি ছিদ্রপথ । একটি মুখ এবং অপরটি লজ্জাস্থান’ । (তিরমিযী, ইবনে মাজাহ, মিশকাত/৪৬২১)



‘যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী, ক্বিয়ামাতের দিন তার (মুখে) আগুনের দু’টি জিহ্বা হবের’ । (দারেমী, মিশকাত/৪৬৩৩)





‘তুমি ক্বিয়ামাতের দিন দু’মুখী লোককে সবচেয়ে অনিষ্টপূর্ণ পাবে । যারা এক জায়গায় যা বলে অন্যস্থানে তার উলটা বলে’ । (

0 comments:

Post a Comment

Popular Posts

Menu :

Old post

অনেক অবিবাহিত ভাইয়েরা মনে করেন বিয়ে মানেই সুখ-শান্তি

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না কিন্তু এই ব্যাপারটা সঠিক নয়। আপনি বিবাহিত বা অবিবাহিতই হোন না কেন, আপনি সুখী হতে পারেন। আপনার লক্...

Followers

Slide show

Advertise Here

Popular Posts